আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
টানা দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে বাংলাদেশের কাছে পরাজিত হলো নেপাল। মেয়েদের সাফে গত আসরের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। বুধবার (৩০ অক্টোবর) নেপালের হাজার হাজার দর্শককে কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা।
বুধবার নেপালের বিপক্ষে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ করে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী মঞ্চে দ্বিতীয়ার্ধে ৭ মিনিটে লিড নেয় লাল-সবুজের দল। এরপর ৪ মিনিটের মধ্যে তা শোধ করে মহারণ জমিয়ে তোলে স্বাগতিক দল। নির্ধারিত সময়ের শেষদিকে ঋতুপর্ণা চাকমার গোলে টানা দ্বিতীয় আসরে সাফ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
শেষ পর্যন্ত কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দারুণ লড়ে আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া সাবিনা খাতুনের লাল-সবুজের দলের গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
মুকুট ধরে রাখার অভিযানে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই আক্রমণ শানে বাংলাদেশ। নেপাল গোলরক্ষকের গ্লাভসে যেয়ে গতি হারায় চলতি আসরে ৫ গোল করা তহুরা খাতুনের প্রচেষ্টা। পরের দশ মিনিটে চলে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা। তবে এগিয়ে ছিল পিটার বাটলারের শিষ্যদল বাংলাদেশই।
২০ হাজার দর্শক ধারণক্ষমতার দশরথ রঙ্গশালায় ২০২২ মেয়েদের সাফ জেতার আগে ১৯৯৯ সালে সাফ গেমস ফুটবলে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।
চলতি আসরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ১-১এ ড্রয়ের ধাক্কা বাংলাদেশ সামলে নেয় ভারতের বিপক্ষে গ্রুপপর্বে পরের ম্যাচেই। আফিদা খন্দকার ও তহুরা খাতুনের গোলে ৩-১ ব্যবধানে জিতে গ্রুপসেরা হয়ে ওঠে সেমিফাইনালে। সেরা চারে তহুরা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে মেয়েরা দুর্বার গতিতে উঠে আসে ফাইনালের মঞ্চে।