জুমার নামাজ থেকে ফিরে দেখেন মা-মেয়ের রক্তাক্ত দেহ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো- নুর আকতার সওদাগরের স্ত্রী রুনা আকতার ও ৬ বছরের মেয়ে জারিয়া আকতার।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে নুর আকতার স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফিরে কারও কোনো সাড়া শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে দেখেন স্ত্রী ও মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তাদের গলা কেটে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরমান হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে যায়। তবে কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।