ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মমতার পদত্যাগ দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। বিক্ষোভকারীরা কলকাতার সচিবালয় ঘেরাও করে। এরপর তার সচিবালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি এবং হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের তীব্র সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ইটের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য আহত হয়েছে।

এদিকে, মমতা ইস্যুতে বিক্ষোভের কারণে কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায়, অনেকেই বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেন।

পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কয়েকদিন থেক আন্দোলন চলে আসছে। এরপর আন্দোলন মমতার পদত্যাগের দাবিতে পরিণত হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে প্রবেশের চেষ্টা করলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। অন্যদিকে, পুলিশকে প্রতিরোধ করতে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে।

এদিকে, আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয়ে প্রবেশ করেছে এবং বিক্ষোভ চলার সময় সেখানে অবস্থান করেন।

পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন, যদি পুলিশ বিক্ষোভকারীদের উপর নির্যাতন চালায় তাহলে তিনি কঠোর প্রতিরোধ করবেন। তিনি জানান, শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও আন্দোলনে তিনি তাদের পাশে থাকবেন। যদি পুলিশ তাদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করে তাহলে রাস্তা অবরোধ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মমতার পদত্যাগ দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। বিক্ষোভকারীরা কলকাতার সচিবালয় ঘেরাও করে। এরপর তার সচিবালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, সাঁতরাগাছি এবং হাওড়া সেতু এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের তীব্র সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ইটের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য আহত হয়েছে।

এদিকে, মমতা ইস্যুতে বিক্ষোভের কারণে কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায়, অনেকেই বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেন।

পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কয়েকদিন থেক আন্দোলন চলে আসছে। এরপর আন্দোলন মমতার পদত্যাগের দাবিতে পরিণত হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে প্রবেশের চেষ্টা করলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। অন্যদিকে, পুলিশকে প্রতিরোধ করতে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে।

এদিকে, আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয়ে প্রবেশ করেছে এবং বিক্ষোভ চলার সময় সেখানে অবস্থান করেন।

পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেন, যদি পুলিশ বিক্ষোভকারীদের উপর নির্যাতন চালায় তাহলে তিনি কঠোর প্রতিরোধ করবেন। তিনি জানান, শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও আন্দোলনে তিনি তাদের পাশে থাকবেন। যদি পুলিশ তাদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করে তাহলে রাস্তা অবরোধ করবেন।