সাবেক এমপি বাহার ও সিটি মেয়র সূচনার বিরুদ্ধে হত্যা মামলা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
কুমিল্লায় ছাত্র আন্দোলন চলাকালে কুপিয়ে ও গুলি চালিয়ে মাছুম মিয়া (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার বড় মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহারকে।
রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ মডেল থানায় দিশাবন্দ গ্রামের আবদুল হান্নান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় বিক্ষোভ মিছিলে গুলি ও কুপিয়ে মাছুম নামে এক যুবককে হত্যা করা হয়। মামলায় সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি মেয়র ডা. তাহসীন বাহার সূচনাকে হামলার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে।