শেখ হাসিনার বিচার দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি প্রতিবাদ সভা, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) ঢাকা-সিলেট মহাসড়কের পাশে তারা এ কর্মসূচি পালন করে।
ভূলতা স্কুল এন্ড কলেজের সামনে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি হাজী সেলিম, আবু সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, নূরুন্নবী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব ছালাউদ্দিন ছালু, বিএনপি নেতা আব্দুল আজিজ, আব্বাস উদ্দিন ভূঁইয়া, হাজী আব্দুল মতিন, আব্দুল জলিল, আব্দুর রফিক ও সৌদী পূর্বাঞ্চলীয় যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, রূপগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিকদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ-সম্পাদক সোহরাব মিয়া, সিনিয়র সহ-সভাপতি – আলম মোল্লা, রূপগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, ভূলতা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক -টিপু সুলতান, বিএনপি নেতা ছামাদ ভূঁইয়া, সাত্তার সরকার প্রমুখ।