গাইবান্ধায় ৭টি থানাসহ সব পুলিশি কার্যক্রম শুরু
- সংবাদ প্রকাশের সময় : ১১:১১:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
গাইবান্ধার ৭টি থানাসহ জেলার সকল পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ আগষ্ট) দুপুরে গাইবান্ধা সদর থানায় এক সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এ কথা জানান।
তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে গত কয়েক দিন থেকে জেলায় পুলিশি কার্যক্রম স্থগিত হয়ে পড়েছিল। তবে এর মধ্যে কিছু কিছু কার্যক্রম চালিয়েছেন তারা। তবে সোমবার থেকে পুরোদমে জেলার সকল পুলিশী কার্যক্রম শুরু করা হলো।
গাইবান্ধা সদর থানার কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ছাত্ররা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় শিক্ষার্থীরা পুলিশের মনোবল বাড়াতে ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস দেন।
দেশে কোটা আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারাদেশে পুলিশি কার্যক্রম বন্ধ ছিল#