ব্যাংক থেকে দুই লাখ টাকার বেশি তোলা যাবে না
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট (সোমবার) পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে একদিনে গ্রাহককে সর্বোচ্চ ২ লাখ টাকার বেশি সরবরাহ না করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে চলতি সপ্তাহে একদিনে একজন গ্রাহক দুই লাখ টাকার বেশি তুলতে পারবেন না। শনিবার (১০ আগস্ট) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো জরুরি বার্তায় এ নির্দেশনা দেয়া হয়েছে। একাধিক ব্যাংক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক শাখায় নগদ পরিবহণের নিরাপত্তা সমস্যার কারণে আগামী সপ্তাহে দুই লাখের বেশি নগদ তোলার অনুমতি দেবেন না। পাশাপাশি চেকে লেনদেনের ক্ষেত্রে পর্যবেক্ষণ করতে হবে। একই সাথে যে কোনো সন্দেহজনক লেনদেন বন্ধ করতে ব্যাংকগুলোকে সচেষ্ট হওয়ার পরামর্শ দেয়া হয়।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন দেশ সংবাদমাধ্যমকে বলেন, শনিবার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক আমাদের ২ লাখ টাকার বেশি না তোলার বিষয়ে নির্দেশনা দিয়েছে।