ফেনীতে সংঘর্ষ, গুলিতে ৬ শিক্ষার্থীসহ নিহত ৭
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা অসহযোগ কর্মসূচির সমর্থনে ফেনীতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। রোববার (৪ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের মহিপালে দফায় দফায় সংঘর্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলীতে ৬ শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক নিহত হয়েছে।
এছাড়া বাংলাভিশনের প্রতিনিধি রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও পথচারী মিলে প্রায় দুইশ ব্যক্তি আহত হয়েছে বলে ফেনী আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। হামলায় আহত অনেকের অবস্থা সংকটাপন্ন। বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ শেষে হামলাকারীরা সরকার দলীয় কর্মীরা শহরের ট্রাংকরোডে ফিরে গেছে। মহিপালে অবস্থান করেছে আন্দোলনকারীরা। দিনভর পুরো শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে।
নিহতরা হলো-ছাইদুল ইসলাম, শিহাব উদ্দিন, মাসুদ, শাকিল, বিপ্লব ও আরাফাত। এছাড়া অপর নিহত হলো- অটোরিকশাচালক সাইফুল।
সরেজমিনে দেখা যায়, রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে হাজার হাজার আন্দোলনকারী শিক্ষার্থী ফেনী শহরের জিরো পয়েন্ট থেকে বেশ দূরে মহিপালে অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় শহরের জিরো পয়েন্ট ট্রাংকরোডে জড়ো হয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। বেলা পৌনে ২টার দিকে আওয়ামী লীগ কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে মহিপালে হামলা চালায়। সংঘর্ষের সময় সরকার দলীয়দের মুহুর্মুহু গুলি বর্ষণে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এ সময় হতাহতের ঘটনা ঘটে।