সংবাদ শিরোনাম ::
তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সভা
ইমরান হোসাইন, তানোর (রাজশাহী)
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণ্যাঢ র্যালী ও মৎস্য পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান ছিলেন- উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার ময়না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজার রহমান।
স্বাগত বক্তব্য রাখেন- তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বাবুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ও ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ।
আলোচনা শেষে, স্থানীয় পর্যায়ে “মৎস্য ও মৎস্যজাত পন্য উৎপাদন ও বাজারজাতকরণে” এফএইচ এর নারী উদ্দ্যোক্তা বিজরি বেগম ও সিউলি বেগমকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।