ইসলামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা মৎস্য সেক্টরের সাফল্য নিয়ে প্রমাণ্য চিত্র প্রদর্শিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে থেকে শোভাযাত্রা বের হয়।এরপর উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে বীরমক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারী মন্ডল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহীম,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথীঁ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের,সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুজ্জামানসহ অন্যান্যরা মৎস সেক্টরে নিজেদের ও সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে বিশেষ পদ্ধতিতে মাছ চাষীদের মাঝে সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।