সংবাদ শিরোনাম ::
উপজেলা নির্বাচন/ মৌলভীবাজার সদরে ভোট স্থগিত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদের নির্বাচনে মৌলভীবাজার সদরের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার (১৯ মে) নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত বিঞ্জপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিঞ্জপ্তিতে বলা হয়, আপিল বিভাগের ১৬ মের আদেশ প্রতিপালনের সুবিধার্থে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হয়।
রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।