সংবাদ শিরোনাম ::
মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দত্তখোলা এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম-জিতু মিয়া (৩০)। তিনি উপজেলার বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৪ মে) সকালেএ দুর্ঘটনা ঘটে। নিহতের বাবা কয়লান মিয়া জানান, মঙ্গলবার (১৪ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য জিতু মিয়াকে নিয়ে অটোরিকশায় ওঠিয়ে দেন। দত্তখোলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় জিতু। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, বিষয়টি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হযেছে।