আশুলিয়ায় নয়, মেট্রোরেল যাবে টঙ্গী
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
মেট্রোরেলের রুট সাভারের আশুলিয়া পর্যন্ত বর্ধিত হওয়ার কথা থাকলেও মেট্রোরেল কর্তৃপক্ষ সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। আশুলিয়ায় বদলে টঙ্গী পর্যন্ত বর্ধিত হবে মেট্রোরেল লাইন।
মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক শুক্রবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, ঢাকার আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা ছিলো। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেল। এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে। এরমধ্যে বর্ধিত এই পথের সম্ভাব্যতা যাচাই চলছে। নকশা দ্রুতই চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।
মেট্রোরেলের এমডি বলেন, পরিকল্পনা ছিলো মেট্রেরেলের পথটি আশুলিয়া পর্যন্ত নেয়ার। তবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি টঙ্গী রেলস্টেশন পর্যন্ত যুক্ত করা হবে।
বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী আনা-নেয়া করছে। এই রুটের বর্ধিতাংশ গিয়ে ঠেকবে কমলাপুরে।