সংবাদ শিরোনাম ::
টানা চারবার চেয়ারম্যান হলেন শাহীন আহমেদ
মো. মাসুদ, কেরানীগঞ্জ (ঢাকা)
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
টানা চারবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিন হয়েছেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে আনারস মার্কা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হন তিনি।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মোট ভোট কেন্দ্র ২২৫টি । আনারস মার্কা প্রতীকে শাহীন আহমেদ পেয়েছেন ১,৬৬,৮৩৬ ভোট। তার প্রতিদ্বন্ধী প্রার্থী আলতাফ হোসেন বিপ্লব পেয়েছেন ৬০২৯৩ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কা প্রতীক নিয়ে মোঃ সালাউদ্দীন লিটন ১৪৯০৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মনির হোসেন তালা মার্কা প্রতীকে পেয়েছেন ৬৪৫১২ ভোট।
অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে আসমা আক্তার রেশমা ১,৬৯৫০৫ ভোট পেয়ে জয়ী হন।তার প্রতিদ্বন্দ্বী সাবেরা বেগম ফুটবল মার্কায় পেয়েছেন ৩৪, ৯৮৪ ভোট।