সংবাদ শিরোনাম ::
সংসদ অধিবেশন শুরু বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (২ মে) বিকাল ৫টায় শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। ১৫ এপ্রিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
সংসদ ভবনে অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। বর্তমান সংসদের কার্যউপদেষ্টা কমিটির এটাই প্রথম বৈঠক।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আবদুল হাই মারা যাওয়ায় নিয়ম অনুযায়ী তার ওপর আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে।
জানা গেছে,আগামী জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না।