সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত তাপমাত্রায় ১০ ফুট বেঁকে গেছে রেললাইন
গাজীপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৩৬০ বার পড়া হয়েছে
গাজীপুরে অতিরিক্ত তাপমাত্রায় রেললাইন বেঁকে গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে গগাজীপুরের পুবাইল ও আড়িখোলা স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে রেললাইন মেরামত করে। এর ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ওই রুটে চলাচলকারী ট্রেন।
পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, চলমান তীব্র তাপদাহে অতিরিক্ত তাপমাত্রায় পূবাইল আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদা মাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরে ওই অংশ মেরামতের পর দুটি ট্রেন ঘটনাস্থল দিয়ে গন্তব্যে চলে গেছে। এছাড়া এ ঘটনায় ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।