‘নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা’
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে।সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এর আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় ইসি মো. আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ইসি মো. আলমগীর বলেন, যখন নির্বাচনের শিডিউল দেওয়া হয়, তখন তাপপ্রবাহ ছিল না । আর এজন্য শিডিউল পরিবর্তন করা হবে না। নির্দিষ্ট সময়ই নির্বাচন হবে। ভোটকেন্দ্রে ভোটারদের জন্য পানির ব্যবস্থা করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।