ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, হল ছাড়ার নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন করে সহপাঠীদের অবরোধ ও বিক্ষোভের মুখে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশের পাশাপাশি ছাত্রদের বিকেল ৫টার মধ্যে এবং শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে।

এর আগে সোমবার (২২ এপ্রিল) বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী শান্ত সাহা (২২) ও তৌফিক হোসেন (২১) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন জাকারিয়া হিমু (২১)। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চুয়েটের কাছাকাছি রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় সড়ক অবরোধ করে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেদিন রাত সাড়ে ৮টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা চুয়েটের প্রধান গেটের সামনে শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

দুই ছাত্র নিহত ও একজনের আহতের ঘটনায় এদিন রাতেই চুয়েট শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার ও বুধবারও শিক্ষার্থীদের লাগাতার অবরোধ কর্মসূচি চলে, যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলমান থাকে।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত তৌফিকের গায়েবানা জানাজা চুয়েটের সামনের সড়কে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, হল ছাড়ার নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন করে সহপাঠীদের অবরোধ ও বিক্ষোভের মুখে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশের পাশাপাশি ছাত্রদের বিকেল ৫টার মধ্যে এবং শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে।

এর আগে সোমবার (২২ এপ্রিল) বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী শান্ত সাহা (২২) ও তৌফিক হোসেন (২১) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন জাকারিয়া হিমু (২১)। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চুয়েটের কাছাকাছি রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় সড়ক অবরোধ করে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেদিন রাত সাড়ে ৮টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা চুয়েটের প্রধান গেটের সামনে শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

দুই ছাত্র নিহত ও একজনের আহতের ঘটনায় এদিন রাতেই চুয়েট শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার ও বুধবারও শিক্ষার্থীদের লাগাতার অবরোধ কর্মসূচি চলে, যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলমান থাকে।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত তৌফিকের গায়েবানা জানাজা চুয়েটের সামনের সড়কে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা।