‘আবহাওয়া বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত’
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার বলেছেন, আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, আবহাওয়া বিবেচনা করে শুক্রবার বা শনিবার (২৭ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে।
তীব্র গরমের কারণে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছিলো। ফলে আগামী ২৮ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা।
এছাড়া তীব্র গরমের কারণে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ ছাড়া জবি সব ধরনের পরীক্ষা চলতি সপ্তাহের জন্য স্থগিত করে।
এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে আরও তিনদিন হিট অ্যালার্টের মেয়াদ বাড়িয়েছে আবহাওয়া অফিস।
চলমান তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।