পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে আবারও তিন শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে পবা উপজেলার চরশ্যামপুর পানি শোধনাগার সংলগ্ন পদ্মা নদী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, যুবরাজ, নুরুজ্জামান এবং আরিফ। তারা সবাই কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
নুরুজ্জামান রাজশাহীর মাসকাটাদীঘি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালযয়ের ছাত্র, আরিফ জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ মাদ্রাসা ছাত্র ও যুবরাজ চক বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছিল।
মৃতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে স্কুল পড়ুয়া বন্ধুরা পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বাকিরা পাড়ে উঠতে পারলেও যুবরাজ, নুরুজ্জামন ও আরিফ পানির নিচে তলিয়ে যায়। পরে অন্যরা স্থানীয়দের খবর দিলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে তাদের মহদের উদ্ধার করে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে ফায়াস সার্ভিসের ডুবুরে দল পদ্মা নদীতে অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। মৃতরা সবাই শিশু। তাদের সবার বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে।