সংবাদ শিরোনাম ::
অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
পাবনায় অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের সিংগা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সিএনজিচালিত অটোরিকশার চালক দুখু মিয়া (৩৫) এবং রমজান আলী (৫০)। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, শনিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে রাজশাহীর দিকে যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্সের বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটো চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।