উপজেলা নির্বাচন/ পাবনার তিন উপজেলায় ভোটে লড়বেন ৪১ জন
- সংবাদ প্রকাশের সময় : ১১:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটে পাবনার তিন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগরেেভোট অনুষ্ঠিত হবে। বেড়া উপজেলায় ১৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেন।
সাঁথিয়া উপেজলায় ৬ জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনে লড়তে সুজানগর উপজেলায় ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে দুইজন মনোনয়ন অনলাইনে দাখিল করেছেন। পাঁচজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন দাখিল করেছেন।