ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা: মামলার শুনানি পিছিয়েছে ৪শ’ বার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলার নিস্পত্তি হয়নি ২৩ বছরেও। দুই মামলার মধ্যে হত্যা মামলার রায় হয়েছে। অপর মামলাটির বিচারে অগ্রগতি নেই। হাইকোর্টে ১০ বছর ধরে ঝুঁলে থাকা হত্যা মামলার শুনানির তারিখ পিছিয়েছে প্রায় ৪শ’ বার। অ্যাটর্নি জেনারেল জানালেন, মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজধানীর রমনা বটমূলে ছায়নটে ২০০১ সালে বাংলা নববর্ষ বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার সময় মঞ্চে অন্য শিল্পীদের সঙ্গে গান গাইছিলেন খায়রুল আনাম শাকিল। চোখের সামনে ভয়াবহ সেই বোমা বিস্ফোরণে হারিয়েছেন তার সহকর্মীদের। সেই কথা মনে হলে এখনও শিউরে উঠেন তিনি। প্রায় দুই যুগ ধরে চলা এই হামলার বিচার শেষ না হওয়ায় ক্ষোভ জানান বেঁচে যাওয়া এই শিল্পী।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ১০ বছর আগে ২০১৪ সালে বিচারিক আদালতের রায়ে মুফতি হান্নানসহ মোট ৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে উচ্চ আদালতে মামলাটি শুনানির অপেক্ষায় আছে বলে জানান অ্যাটর্নি জেনারেল ।

তবে দ্রুত এই মামলার বিচার কাজ শেষ হবে বলে আশাবাদী রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

হত্যা মামলায় দন্ডিত সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ চার আসামি এখনো পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা: মামলার শুনানি পিছিয়েছে ৪শ’ বার

সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলার নিস্পত্তি হয়নি ২৩ বছরেও। দুই মামলার মধ্যে হত্যা মামলার রায় হয়েছে। অপর মামলাটির বিচারে অগ্রগতি নেই। হাইকোর্টে ১০ বছর ধরে ঝুঁলে থাকা হত্যা মামলার শুনানির তারিখ পিছিয়েছে প্রায় ৪শ’ বার। অ্যাটর্নি জেনারেল জানালেন, মামলাটি দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাজধানীর রমনা বটমূলে ছায়নটে ২০০১ সালে বাংলা নববর্ষ বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার সময় মঞ্চে অন্য শিল্পীদের সঙ্গে গান গাইছিলেন খায়রুল আনাম শাকিল। চোখের সামনে ভয়াবহ সেই বোমা বিস্ফোরণে হারিয়েছেন তার সহকর্মীদের। সেই কথা মনে হলে এখনও শিউরে উঠেন তিনি। প্রায় দুই যুগ ধরে চলা এই হামলার বিচার শেষ না হওয়ায় ক্ষোভ জানান বেঁচে যাওয়া এই শিল্পী।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ১০ বছর আগে ২০১৪ সালে বিচারিক আদালতের রায়ে মুফতি হান্নানসহ মোট ৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে উচ্চ আদালতে মামলাটি শুনানির অপেক্ষায় আছে বলে জানান অ্যাটর্নি জেনারেল ।

তবে দ্রুত এই মামলার বিচার কাজ শেষ হবে বলে আশাবাদী রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

হত্যা মামলায় দন্ডিত সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ চার আসামি এখনো পলাতক রয়েছে।