সংবাদ শিরোনাম ::
যমুনায় মাছ ধরতে গিয়ে দুই সহোদরের মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের চরশিশুয়া এলাকায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলো-মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া (৮)। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে।
মৃতরা ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার ছেলে। ঈদের দুইদিন আগে বাবা-মার সঙ্গে তারা নানা বাড়িতে বেড়াতে যায়।
জানা গেছে,শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে নানীর সাথে যমুনা নদীতে মাছ ধরতে যায় মিনহাজ উদ্দিন ও মিনাল মিয়া। মাছ ধরার এক পর্যায়ে তারা নদীর পানিতে ডুবে যায় । অনেক খোঁজাখুজির পর তাদের মরদেহ নদীতে ভেসে উঠে।
সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মন্ডল এর সত্যতা নিশ্চিত করেন।