সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধ ওই নারীর নাম-জাহিদা বেগম (৭০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত জাহিদা বেগম মীরডাঙ্গী এলাকার পাইকার বস্তির খোসিবোদ(তালি`র) স্ত্রী। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী পাইকার বস্তি নামক এলাকায় বৃদ্ধ নারী রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীসহ মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরের বৃদ্ধ নারীকে কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর এম এ আব্দুর রহিম মেডিকেল কলেজে রেফার্ড করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দ্বিপজল চন্দ্র রায় জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে এক বৃদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আহত মোটরসাইকেল আরোহীরা পলাতক।
থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোন খবর পাইনি। খোজ নিলে জানতে পারবো। অভিযোগ পেলে আইন আইনু ব্যাবস্তা নেওয়া হবে।