সংবাদ শিরোনাম ::
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজল রাজধানী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৪৯০ বার পড়া হয়েছে
প্রচন্ড তাপদাহে পুড়ছিলো রাজধানাী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। দুর্বিষহ গরমের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। আরও সেই বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকায। এর ফলে জনমনে এনে দিয়েছে স্বস্তি। রোববার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
রোববার (৭ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, কুষ্টিয়া, মাদারীপুর, সাতক্ষীরা, ফরিদপুর এবং ঢাকা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, ময়মনসিংহ , বরিশাল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।