সংবাদ শিরোনাম ::
সংসদ নির্বাচন: আওয়ামী লীগের ব্যয় প্রায় ৩ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দুই কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা খরচ করেছে। দলটির সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো। সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশনে নির্বাচনী ব্যয় বিবরণী জমা দেয় আওয়ামী লীগ।
দলে সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে খরচের বিবরণী জমা দেয়। যদিও ভোট শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ব্যয় বিবরণী জমা দেয়ার নিয়ম রয়েছে।
এরপর সাংবাদিকদের জাফর উল্লাহ বলেন, আমাদের (অওয়ামী লীগের) সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের সীমা ছিলো। নির্বাচনে তার থেকেও ব্যয় কম হয়েছে।
এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ কোটি ৫ লাখ ৫৭ হাজর টাকা খরচ হয়েছিলো আওয়ামী লীগের।