তানোরে বিএনপির ইফতার মাহফিল
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে
তানোর উপজেলার মুন্ডমালা পৌর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) ইফতার মহফিলে মুণ্ডমালা পৌর বিএনপির আহবায়ক আজাহার আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন।
অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন তানোর বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী, সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, অধ্যাপক নুরুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, গোদগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, ৫ নং গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, ৭ নং দেওপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু, জলিলুর রবু, আব্দুল আজিজ, সৈবুর রহমান, বেদার উদ্দিন বিদ্যুত, রানা প্রমুখ।
ইফতার মহফিল এর পুর্বে জেলখানায় মৃতু বরণকারী কাকনহাটের যুবনেতা মনিরের পরিবারের সাথে কুশলবিনিময় শেষে আর্থিক হযোগিতা প্রদান করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন।