সংবাদ শিরোনাম ::
ভৈরবে ট্রলারডুবি: ৮ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ একজন
কিশোরগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১০:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় আরও দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। ট্রলার ডুবির ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। সোমবার (২৫ মার্চ) ফায়ার সার্ভিস এই তথ্য জানিয়েছে।
গত ২২ মার্চ সন্ধ্যায় ভৈরবের মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনার পর এক নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এর পরদিন মৌসুমি বেগম (২৫) ও আরাধ্য (১২) নামে আরও দুইজনের মমরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, যাত্রীবাহী ট্রলারটিতে ২১ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ঘটনার ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি ৯ জনের মধ্যে এ পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছে।