সংবাদ শিরোনাম ::
মাঝরাতে রাজধানীতে কালবৈশাখী ঝড়, সাথে শিলাবৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
রাজধানীতে শনিবার (২৩ মার্চ) গভীর রাতে কালবৈশাখী ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এদিন রাত সোয়া ২টার দিকে শুরু হয় ঝড়ের তাণ্ডব। এই তানন্ডব চলে প্রায় এক ঘণ্টা।
এরপর থেমে থেমে হয় বৃষ্টি। সেই সাথে হালকা বাতাস। রাজধানীর ঢাকার কোথাও কোথাও পানি জমে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।
এদিকে, দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সোমবার (২৫ মার্চ) পর্যন্ত সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (২৪ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, রংপুর, সিলেট ওচট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাবাসে এমন তথ্য জানানো হয়েছে।