তানোর প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৯১৩ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ)তানোর প্রেসক্লাব কার্যালয়ে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক ইমরান হোসাইন। এতে উপস্থিত ছিলেন-তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মো: আনোয়ার হোসেন ও এসআই ইকবাল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান। এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায়ক কমিটির জেনারেল সদস্য আশরাফুল ইসলাম রনজু, সাবেক সভাপতি সাইদ সাজু, সাবেক সেক্রেটারী টিপু সুলতান, আসাদুজ্জামান মিঠু, মাহবুব আলম জুয়েল, সোহেল রানা,ওবাইদুর রহমান সুজন ও অফিস সহায়ক সেতাউর রহমান।
আরও উপস্থিত ছিলেন, মঞ্জুর রহমান, দলিল লেখক সেলিম রেজা, সাংবাদিক আবুল কাশেম বাবু ও মার্কেট মালিক রুস্তম আলী প্রমুখ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাইদ সাজু ও ইমরান হোসাইন।