মাথায় সেলাই, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মমতা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বাড়িতে পড়ে গিয়ে আহত হন তিনি। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কপালে চারটি সেলাই, মাথায় ব্যান্ডেজ রয়েছে। এরপর রাতেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় তার সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতাকে হাসপাতালে চিকিৎসকরা থেকে যাওয়ার পরামর্শ দিলেও তিনি থাকতে চাননি। তাই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময়ে হুইল চেয়ারে ছিলেন মুখ্যমন্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কালীঘাটে নিজ বাসভবনে হাঁটতে গিয়ে পড়ে যান মমতা। তাতেই কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর রক্তাক্ত অবস্থার ছবি পোস্ট করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর কপালে গভীর ক্ষত হয়েছে। একাধিক পরীক্ষা করা হয়। সেলাই করা হয়েছে কপালে।