সংবাদ শিরোনাম ::
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
পাবনা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০১:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহরে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ী গ্রামের এ ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত ফারুক ধানকুনিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বুধবার (১৩ মার্চ) ওই নারীর পরিবার থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে।
জানা গেছে, বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীকে মঙ্গলবার দুপুরে প্রলোভন দেখিয়ে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে ফারুক। পরে ওই নারীর চিৎকারে স্থানীয়রা এলে পালিয়ে যায় ফারুক। এরপর ওই নারী দৌড়ে ইউপি সদস্যের বাড়িতে আশ্রয় নেয়।
ওসি সেলিম রেজা বলেন, এ ঘটনায় মামলা হয়ছে, আসামি ধরতে পুলিশ অভিযান চলমান রয়েছে।