সংবাদ শিরোনাম ::
গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, তদন্তে তিন সদস্যের কমিটি
গাজীপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৩৬ জন দগ্ধ হয়এছন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাবৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, বুধবার বিকেলে কালিয়াকৈরের তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডারে আগুনে ৩৬ জন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম ও গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার কাজী সফিকুল আলম।