সংবাদ শিরোনাম ::
প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবাহী ট্রাক, আটকা পড়েন চালক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে
রাজধানীর বিজয় সরণি এলাকায় প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে বালুবাহী একটি ট্রাক। এর ফলে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। ভেতরে আটকা পড়েন প্রাইভেটকারের চালক সোহেল রানা। মঙ্গলবার (১২ মার্চ) রাত দেড়টার দিকে বিজয় সরণি সিগনালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় সরণি সিগনালে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ট্রাফিক পুলিশের ছাউনিতে। উল্টে পড়ে প্রাইভেটকারের উপর। এসময় ভেতরে আটকা পড়েন প্রাইভেটকারের চালক।
এরপর গাড়ির দরজা কেটে এক ঘণ্টা পর প্রাইভেটকারের চালক সোহেলকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধাার করে হাসপাতালে পাঠানো হয় তাকে। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে রেকারের মাধ্যমে ট্রাকটি সরানো হয়।