সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
পটুয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় দুঃস্থ ও দরিদ্র প্রবীণদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মিলানায়তনে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ইসলামীয়া ইস্পাহানী চক্ষু হাসপাতাল বরিশাল শাখার কারিগরি সহায়তায় সেচ্ছাসেবী সংগঠন পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজন করে। এসময় ৫০ জন রোগীর চোখের বিভিন্ন পরিক্ষ নিরীক্ষা শেষে চশমা প্রদান করেন। এছাড়া ১০ জনকে চোখের ছানি অপারেশন জন্য ইসলামীয়া ইস্পাহানী চক্ষু হাসপাতাল বরিশালে পাঠানো হয়।
পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু বলেন, প্রতি দুইমাস পরপর দুস্থ অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করে থাকি। ভবিষৎতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।