সুপ্রিমকোর্ট বারের ভোট গণনার সময় মারামারি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্ট বারের আইনজীবী সমিতির ভোট গণনার সময় মারামারি ভোট গণনার সময় মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। দুদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বৃহস্পতিবার শেষদিকে আরো ১৫ মিনিট বাড়ানো হয় সময়।
এবার ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। ভোটার ৭ হাজার ৮৮৩ জন। নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আর সম্পাদক পদে লড়ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন আবু সাঈদ সাগর, আর সম্পাদক পদে ভোট করছেন ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক।
এছাড়া যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুথী স্বতন্ত্র হিসেবে সম্পাদক পদে লড়ছেন। আর প্রবীণ আইনজীবী সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান লড়ছেন সভাপতি পদে।