সংবাদ শিরোনাম ::
ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত মুসল্লির নাম আমির আলী শেখ (৬৫)। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত উমেদ আলী শেখের ছেলে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাবলীগ জামায়াত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে বিশ্ব ইজতেমায় আট জন মুসল্লী মারা গেছেন। এর আগে সর্বশেষ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদরোগে সাইফুল ইসলাম (৪৮) নামে এক মুসল্লির মৃত্যু হয়।