ইসলামপুরে অধ্যক্ষের প্রত্যাহার দাবীতে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে ডেবরাইপ্যাচ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ প্রত্যাহার ও কলেজের নাম ও স্থান পরিবর্তনের দাবিতে মানব বন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ছাত্র জনতা ও ডেবরাইপ্যাচ এলাকাবাসী আয়োজনে টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আনোয়ার কবিরের প্রত্যাহার সাবেক মন্ত্রীর দেওয়া নাম (আফরোজা ফরিদ সুরুজ্জামান টেকনিকেল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট) ও স্থান পরিবর্তনের দাবিতে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শেষে স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য মোঃ জোনায়েদ হাসান,ইমরান, এলাকাবাসী সফিক বক্তব্য প্রদান করেন। বক্তারা কলেজটির বর্তমান অধ্যক্ষের প্রত্যাহার সহ বর্তমান নাম ও স্থান পরিবর্তন করে পূর্বের নাম ও পূর্বের স্থানে সরিয়ে নেওয়ার দাবী জানান।