শিবগঞ্জ যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সৈকত গ্রেপ্তার (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ মেজবাহ সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের বানাইল গ্রামের বাসিন্দা সৈকত। বিএনপির অঙ্গসংগঠন যুবদলের রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসা পরিচালনা করেন। তিনি শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক।
জানা গেছে, দলীয় কোন্দলের অংশ হিসেবে তিনি মেয়র মতিন গ্রুপের রাজনীতি করেন এজন্য গ্রুপিং এর শিকার হন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ মেজবাহ সৈকত। শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের চাঁনপাড়া গ্রাম থেকে শিবগঞ্জ থানার এস আই মামুন সঙ্গীও ফোর্স দ্বারা মিথ্যা অপরাধে মিথ্যা মামলার শিকার হওয়া সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈকতকে গ্রেপ্তার করানো হয় ।
শিবগঞ্জ থানার ওসি তার বক্তব্যে জানান, তার নামে বেশ কয়েকটি মামলা আছে এবং মামলা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে চালান দিয়ে দিব ।
গ্রেপ্তার হওয়ার পরে হাবিবুল্লাহ মিসবাহ সৈকত আমাদের জানান, তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর সাহ আলমের চাঁদাবাজির বিষয়ে বাধা প্রদান করার কারণে এসআই মামুনকে দিয়ে সৈকতকে গ্রেপ্তার করে নিয়েছেন। তারেক রহমানের কাছে তার আকুল আবেদন তিনি যেন বিষয়টি খতিয়ে দেখে যথাভুযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। বিগত ফ্যাসিস্ট হাসিনার সময় তিনি বিএনপি’র জেলা নেতাদের সাথে কয়েকবার জেল খেটেছেন বর্তমানে বিএনপির দেওয়া মামলায় তিনি জেলে প্রবেশ করলেন। আক্রোশের শিকার হয়ে আওয়ামী লীগ ও বিএনপি’র দেওয়া ৭ মামলা মাথায় নিয়ে জেলে প্রবেশ করার একমাত্র কারণ তিনি মীর শাহ আলম এর চাঁদাবাজির বিরোধিতা করা।
বিগত সরকারের সময় ফ্যাসিস্ট হাসিনার দোসররা আমার উপরে মামলা দিয়েছে বর্তমানে মানে কিছু বিপদগামী বিএনপির নেতা আমার উপরে মামলা দিয়েছে এমত অবস্থায় ৭টি মামলা নিয়েও রাজনৈতিক মাঠে যুবদলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে এই সৈকত।