সঙ্কট না কাটতেই দাম বাড়ল সয়াবিন তেলের
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
দেশের বাজার কিছুদিন থেকেই চলছে সয়াবিত তেলের সঙ্কট। এরমধ্যেই বেড়েছে দাম। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে সরকার। বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিন বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।
এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে ১৭৫ টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত তেল ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা ছিল।
এদিকে, মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে। এতে ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমেছে। তাই বাড়তি দামেও চাহিদামতো তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। এতে বাজার থেকে এক প্রকার উধাওই হয়েছে বোতলজাত সয়াবিন তেল। তেল না পেয়ে বিপাকে পড়ছেন ভোক্তারা।
সয়াবিন তেলের সংকটে বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। কেউ কেউ সয়াবিন তেল না পেয়ে কিনেছেন রাইস ব্র্যান তেল।