বিশ্বের শক্তিশালী পাসপোর্ট স্পেনের, ভিসা ছাড়াই ১৯৪ দেশে প্রবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
ভিনদেশে পাড়ি দেয়ার অন্যতম ছাড়পত্র হলো পাসপোর্ট। এছাড়া নাগরিক পরিচয়পত্রও। এবার জেনে নেয়া যাক পাসপোর্ট তৈরিতে কোন দেশে সবচেয়ে বেশি খরচ হয়? সেই দেশ কি আমেরিকা না ইংল্যান্ডে?
বিভিন্ন দেশে পাসপোর্টের খরচ বিভিন্ন রকমের। ২০২৪-এর তথ্যমতে, খরচ হতে পারে ১,৫০০ থেকে ১৯,০০০ টাকা পর্যন্ত। সবচাইতে কম খরচে পাসপোর্ট তৈরি করা যায় আরব আমিরশাহীতে। এপ্রিল, ২০২৪-এর তথ্য অনুযায়ী, ভারতে ১০ বছর অবধি কার্যকর পাসপোর্ট তৈরিতে খরচ পড়ে ১, ৫২৪ টাকা। আমিরশাহীর পরে দ্বিতীয় সর্বনিম্ন।
খরচ বেশি ইউরোপের হাঙ্গেরি এবং স্পেনে। অন্যদিকে আফ্রিকা মহাদেশের কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকাতেও পাসপোর্ট তৈরিতে খরচ অনেক বেশি। প্রতি বছরের খরচ ধরলে ভারতীয় পাসপোর্ট যথেষ্ট লাভজনক। অন্যদিকে ৩০ বছর অথবা তার বেশি বয়সিদের জন্য স্পেনের যে পাসপোর্ট রয়েছে, সেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। এর কারণ ওই পাসপোর্টের জোরে বিশ্বের ১৯৪টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা সম্ভব।
বেসরকারি সংস্থা ‘হেনলে’-র দেশ ভিত্তিক শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত রয়েছে ৮২তম স্থানে। ভারতীয় পাসপোর্টের বলে বিশ্বের ৫৮ দেশে প্রবেশে ভিসার প্রয়োজন পড়ে না। তবে সবচেয়ে দামি পাসপোর্ট হল মেক্সিকোর। এই পাসপোর্ট তৈরি করতে খরচ পড়ে ১৯, ৪৮১ টাকা। পাসপোর্টের মেয়াদ ১০ বছর। এর পরে রয়েছে অস্ট্রেলিয়া। যার খরচ হয় ১৯,০৪১ টাকা। আমেরিকার পাসপোর্টে খরচ ১৩,৮৬৮ টাকা।