শিমের ফলন ভালো, স্বপ্ন বুনছেন চাষীরা
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
প্রায় পাঁচ বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি শিমের আবাদ করেছেন নওগাঁর বদলগাছী উপজেলার সায়েদ ইসলাম তোতা। জমি প্রস্তুত থেকে বাজারে তোলা পর্যন্ত খরচ হবে দেড় লাখ টাকা। বাজারদর ভালো পেলে সব খরচ বাদে লাভ হবে দুই থেকে আড়াই লাখ টাকা আশা এই শিম চাষির।
তবে এবার অতিবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সবজির ক্ষেত কিছু টা ক্ষতিগ্রস্ত বলে জানায় চাষিরা। বিশেষ করে আগাম জাতের সবজি চাষ করে বেশি ক্ষতিগ্রস্ত কৃষক। এর ফলে শীত প্রায় এসে পড়লেও বাজারে এখনও শীতকালীন সবজির সংকট। তবে শিমের ফলন ভালো হওয়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অনেকে।
বাজারগুলোতে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে মানভেদে ৮০ থেকে ১০০ টাকা। তবে গত সপ্তাহে প্রতি কেজি বিক্রি হয় ১১০ থেকে ১৩০ টাকা। অপরদিকে, পাইকারি দামে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৭০ টাকা। তবে বাজারে সব থেকে বেশিই শিম বিক্রি করতেছে ক্ষুদ্র চাষিরা। এতে দেখা যায়, দুই অথবা চার কেজি শিম নিয়ে বাজারে বিক্রি করতেছে এসব ক্ষুদ্র গ্রামীণ পরিবার, যা বিক্রি করে অনায়াসে চলছে তাদের সংসার। এতে এই শিম যেন তাদের জন্য আশীর্বাদ।