র্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজিজ আটক
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
যশোরের র্যাব -৬ অভিযান পরিচালনা করে আব্দুল আজিজ (৫৭) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছেন ।
বুধবার (২৩ অক্টোবর ) পোনে রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের টেকেরহাট গ্রাম থেকে আটক করেন।
আটক আব্দুল আজিজ যশোর সদরের পদ্মবিলা গ্রামের মৃত মোকসেদ মোল্যার ছেলে।
যশোর র্্যাব-৬ য়ের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাসেল জানান, ২০১০ সালের ১৯ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে আব্দুল আজিজ তার শাশুড়ির সায়েরা বেগমকে শ্বাস রোধ করে হত্যা করে। পরে এই হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। ঘটনাটি যশোর কোতোয়ালি থানা পুলিশ সুরতহাল রিপোর্ট করে জানতে পারে এটি আত্মহত্যা নয় এটা প্রকৃত হত্যাকান্ড।ফলে নিহত ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যশোর কোতোয়ালি থানায় ।
ওই মামলায় আব্দুল আজিজ আটক হয়। আব্দুল আজিজ জেলহাজত খেটে আদালত থেকে জামিনে মুক্তি পায়ে আত্ম গোপনে যায়। আদালত আব্দুল আজিজুর রহমান উপস্থিতিতে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচার কাজ সম্পন্ন করেন। বিচারে আব্দুল আজিজকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫হাজার টাকা জরিমানা অনাদায় আরো একমাস জেল রায় ঘোষণা করেন। এরপর থেকে দীর্ঘ ১৪ বছর ধরে আব্দুল আজিজ আত্মগোপনে ছিল। র্্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আব্দুল আজিজ কে আটক করতে সক্ষম হন।
কোম্পানি কমান্ডার জানান, আটক আব্দুল আজিজ কে যশোর কোতোয়ালি থানায় হত্যা অন্তরের প্রস্তুতি চলছে।