কোটা আন্দোলন: ৫৭ বাংলাদেশির দন্ড মওকুফ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশির দন্ড মওকুফ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশে কোটা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চলতি বছরের ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
এরমধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে প্রতিবাদ সমাবেশ ও সভা-সমাবেশ নিষিদ্ধ। মিছিল, মিটিং বা প্রতিবাদ সমাবেশের চেষ্টা করা বা উসকানি দিলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
সতর্ক করার পরও প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করলে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।