সংবাদ শিরোনাম ::
৬ লাখ মিটার জাল জব্দ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বরিশালের হিজলায় অভিযান চালিয়ে ৬ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দুপুরে পুরানো হিজলা বাজারের দু’টি দোকানে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত জাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক কর্তৃক মোবাইল কোর্ট চালিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জব্দকৃত জালের আনুমানিক মূল্যে প্রায় ১২ লাখ টাকা। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা নৌ-পুলিশের এসআই জহিরুল ইসলাম প্রমুখ।