ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিকশা চলবে না জাবিতে, চালু হচ্ছে বাস রাজশাহীতে কারিতাস’র বিশ্ব শিশু দিবস উদযাপন সংবাদ সংগ্রহকালে ইন্ডিপেন্ডেন্ট টিভির দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার  বিদেশ যাওয়া হলোনা কলেজছাত্র জাকিরের, মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু নড়াইলে অতিরিক্ত মদ্যপানে দশম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু নতুন আইজিপি বাহারুল আলম যশোরে চেয়ারম্যান রাজুসহ আওয়ামীলীগের ৫৬ নেতকর্মীর বিরুদ্ধে থানায় মামলা  পাবনায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়িচালক নিহত হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেফতার গোবিন্দগঞ্জে শিক্ষককে মামলায় জরানোর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

৪০০ কোটি টাকার পিয়ন! জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের হিসাব খোলার ফরমসহ যাবতীয় তথ্য আগামী ৫ দিনের মধ্যে পাঠাতে বলা হয়।

রোববার (১৪ জুলঅই) কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হলো।

চীন সফর নিয়ে রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রসঙ্গে তিনি নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থসম্পদের বিষয়টি সামনে আনেন।

ওই সময় প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিলো সেও, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা? জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে জাহাঙ্গীর আলম টানা দুই মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিভিন্ন অভিযোগে তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। কিন্তু তিনি তারপরও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় বিভিন্ন অনৈতিক কাজ করেন।

এই প্রেক্ষিতে ২০২৩ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের বিষয়ে সতর্ক করা হয়। বলা হয়, তার সাথে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্পর্ক নেই।

নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম। তিনি এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪০০ কোটি টাকার পিয়ন! জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দ

সংবাদ প্রকাশের সময় : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের হিসাব খোলার ফরমসহ যাবতীয় তথ্য আগামী ৫ দিনের মধ্যে পাঠাতে বলা হয়।

রোববার (১৪ জুলঅই) কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হলো।

চীন সফর নিয়ে রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রসঙ্গে তিনি নিজের বাসার সাবেক এক কর্মীর অর্থসম্পদের বিষয়টি সামনে আনেন।

ওই সময় প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিলো সেও, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা? জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে জাহাঙ্গীর আলম টানা দুই মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিভিন্ন অভিযোগে তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। কিন্তু তিনি তারপরও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় বিভিন্ন অনৈতিক কাজ করেন।

এই প্রেক্ষিতে ২০২৩ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের বিষয়ে সতর্ক করা হয়। বলা হয়, তার সাথে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্পর্ক নেই।

নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম। তিনি এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।