সংবাদ শিরোনাম ::
৩৭-এ পা দিলেন মুশফিকুর রহিম
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
মুশফিকুর রহিম। যিনি আজ ৩৭ বসন্ত পা দিয়েছেন। উইকেটরক্ষক এই ব্যাটার বাংলাদেশ দলের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। ব্যাট হাতে বাইশগজে ভরসার অন্য নাম হয়ে উঠেছেন মুশফিক। দেশের ক্রিকেটে মুশফিকের অবদান কম নয়।
বগুড়ায় ১৯৮৭ সালের ৯ মে জন্মগ্রহণ করেন মুশফিক। বগুড়া জিলা স্কুল এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ছাত্র ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর শেষ করেন। মুশফিকুর রহিম এখন এম.ফিল করছেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফরের জাতীয় দলে প্রথম সুযোগ পান মুশফিক।
এখন পর্যন্ত ৪৬১টি ম্যাচ খেলে ১৪ হাজার ৯৬৮ রান করেছেন মুশফিক। টেস্টে ১০টি ও ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। তার ক্যারিয়ারে তিনটি ডাবল সেঞ্চুরি।