ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

২৮ এপ্রিল বন্ধ থাকবে ব্যাংক!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মাসের ২৮ এপ্রিল দেশের ২৫ ইউনিয়ন ও দুই পৌরসভায় ভোটগ্রহণ হবে। এদিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রোববার (২৮ এপ্রিল) দেশের ১৯টি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছড়া একইদিন ৬টি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নীলফামারীর জলঢাকা পৌরসভা ও রাজশাহী জেলার কাটাখালী পৌরসভার মেয়রের শূন্যপদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য ওইসব এলাকায় অবস্থিত সব তপসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তালিকায় রয়েছে-লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন, দালাল বাজার ইউনিয়ন, লাহারকান্দি ইউনিয়ন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন এবং বাঙ্গাখা ইউনিয়ন। দিনাজপুরের বিরল উপজেলার বিরল ইউনিয়ন, আজিমপুর ইউনিয়ন এবং ফরক্কাবাদ ইউনিয়ন। একই দিনে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

এছাড়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ও ভুরিয়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। বরগুনার আমতলী উপজেলার আমতলী ইউনিয়ন, সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন এবং কসবা উপজেলার কুটি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাও এবং পোকখালী ইউনিয়নেও এদিন ভোটগ্রহণ হবে।

ভোটগ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের শূন্য পদের তালিকা: রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন, বাগেরহাটের কচুয়া উপজেলার গোলাপপুর ইউনিয়ন,ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন, নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন, মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে আগামী ২৮ এপ্রিল শূন্য পদের ভোট অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৮ এপ্রিল বন্ধ থাকবে ব্যাংক!

সংবাদ প্রকাশের সময় : ১০:১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চলতি মাসের ২৮ এপ্রিল দেশের ২৫ ইউনিয়ন ও দুই পৌরসভায় ভোটগ্রহণ হবে। এদিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, রোববার (২৮ এপ্রিল) দেশের ১৯টি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছড়া একইদিন ৬টি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নীলফামারীর জলঢাকা পৌরসভা ও রাজশাহী জেলার কাটাখালী পৌরসভার মেয়রের শূন্যপদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য ওইসব এলাকায় অবস্থিত সব তপসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তালিকায় রয়েছে-লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন, দালাল বাজার ইউনিয়ন, লাহারকান্দি ইউনিয়ন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন এবং বাঙ্গাখা ইউনিয়ন। দিনাজপুরের বিরল উপজেলার বিরল ইউনিয়ন, আজিমপুর ইউনিয়ন এবং ফরক্কাবাদ ইউনিয়ন। একই দিনে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

এছাড়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ও ভুরিয়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। বরগুনার আমতলী উপজেলার আমতলী ইউনিয়ন, সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন এবং কসবা উপজেলার কুটি ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাও এবং পোকখালী ইউনিয়নেও এদিন ভোটগ্রহণ হবে।

ভোটগ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের শূন্য পদের তালিকা: রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন, বাগেরহাটের কচুয়া উপজেলার গোলাপপুর ইউনিয়ন,ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন, নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়ন, মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে আগামী ২৮ এপ্রিল শূন্য পদের ভোট অনুষ্ঠিত হবে।