সংবাদ শিরোনাম ::
২০২৫ সালে হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
২০২৫ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে পারবেন। রোববার (২৩ জুন) হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই তথ্য জানিয়েছে।
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে কোন দেশ থেকে কতোজন হজ পালন করতে পারবে, সেই তালিকা প্রকাশ করেছে সৌদি সরকার।
হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানিয়েঠেন, কতোজন সরকারি ব্যবস্থাপনায় এবং কতোজন বেসরকারি হজ ব্যবস্থাপনায় হজ করবেন, এ বিষয়ে সরকার পরে জানাবে।
২০২৪ সালে হজ পালন করতে বাংলাদেশের জন্য হজের কোটা ছিলো এক লাখ ২৭ হাজার। তবে হজ পালন করেছেন ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৮২ জন হজ পালন করেছেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৩০ জন হজ পালন করেন।